ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের অভিযোগে হাকিমির বিচার শুরুর আহ্বান

Doinik Kumar
আগস্ট ২, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও মরক্কো জাতীয় দলের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরুর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রসিকিউটররা। শুক্রবার নঁতের প্রসিকিউটর অফিস জানায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া এ ঘটনার অভিযোগ আদালতে পাঠানোর সুপারিশ করা হয়েছে। প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, ‘এখন তদন্তকারী বিচারকের দায়িত্ব এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার।’ ২০২৩ সালের মার্চে ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। অভিযোগ অনুযায়ী, ওই নারীকে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি প্যারিসের নিজের বাসায় ডাকেন হাকিমি। তখন হাকিমির স্ত্রী ও সন্তানরা ছুটিতে ছিলেন। ট্যাক্সিভাড়াও নাকি দেন তিনি। নারীটি অভিযোগ করেন, বাসায় গিয়ে হাকিমি তাকে জোরপূর্বক চুম্বন ও যৌন হয়রানির পর ধর্ষণ করেন। কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এসে তিনি এক বন্ধুকে খবর দেন। পরে বন্ধু এসে তাকে নিয়ে যান।  যদিও ওই নারী আনুষ্ঠানিক অভিযোগ করতে রাজি হননি, তবু প্রসিকিউটররা তদন্ত শেষে হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে হাকিমি অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন। ২৬ বছর বয়সী হাকিমি চলতি বছরের মে মাসে ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে গোল করে পিএসজিকে তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেন। জাতীয় দলেও তিনি ছিলেন ২০২২ বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনালে ওঠার নায়ক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।