শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

মাদারীপুরের সাবেক দুই জেলা প্রশাসক সহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭.০১ পিএম
  • ৩৫ জন সংবাদটি পড়েছেন
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের সাবেক দুই জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম ও ড. রহিমা খাতুনসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়। শিবচরে পদ্মা সেতু রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আকতারুজ্জামান। দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য ও বিভিন্ন চাহিদাপত্র চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।  গতকাল (২৯ জুলাই) দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর জেলা কার্যালয় এ সংক্রান্ত নোটিশ মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়, সাবেক দুই জেলা প্রশাসকসহ অভিযুক্তদের কাছে পাঠিয়েছে।

দুদক সূত্র জানায়, এ অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানকে প্রধান ও উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপুকে সদস্য করে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানের তথ্যাদির বিষয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন- মাদারীপুর সাবেক জেলা প্রশাসক ওহিদুল ইসলাম, সাবেক জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র, মাদারীপুরের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, ‎মোহাম্মদ সুমন শিবলী, প্রমথ রঞ্জন ঘটক, ‎আল মামুন, নাজমুল হক সুমন, মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ‎কানুনগো (ভারপ্রাপ্ত) নাসির উদ্দিন, আবুল হোসেন, রেজাউল হক এবং মাদারীপুর কালেক্টরেট রেকর্ড শাখার রেকর্ড কিপার মানিক চন্দ্র মন্ডল।

দুর্নীতি দমন কমিশন মাদারীপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম ও ড. রহিমা খাতুনসহ ১৩ জনের বিরুদ্ধে তথ্য ও বিভিন্ন চাহিদাপত্র চেয়ে দুর্নীতি দমন কমিশন মাদারীপুরের সমন্বিত জেলা কার্যালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত নোটিশ অভিযুক্তদের কাছে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পদ্মা সেতুর রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে এ নোটিশ দেওয়া হয় বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION