নিজস্ব প্রতিবেদক, সদরপুর
ফরিদপুরের সদরপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়।
‘পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস’ (এসইডিপি) প্রকল্পের আওতায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। সম্মানিত অতিথি ছিলেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ এবং (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জেল হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা এসইডিপি প্রকল্পের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আরও মনোনিবেশ ও উদ্যম নিয়ে শিক্ষার প্রসারে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
Leave a Reply