ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ফেলানোর কার্যক্রম উদ্বোধন

Doinik Kumar
জুলাই ৩০, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গোয়ালন্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকার কাওয়াল জানি গ্রামে পদ্মা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় জিওব্যাগ ফেলানোর কার্যক্রম শুরু হয়েছে।

 

সোমবার (২৮ জুলাই) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পাট কর্মকর্তা মো. নিজাম উদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের সাব-ডিভিশন অফিসার (এসডিও) ইকবাল মাহমুদ, তরুণ সমাজসেবক জামাল মুন্সি প্রমুখ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে উপজেলার অন্তার মোড়, দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়া এবং দেবগ্রামের কাওয়াল জানি গ্রামে নদীভাঙন শুরু হয়েছে। এর মধ্যে গত শুক্রবার হঠাৎ করে কাওয়াল জানি গ্রামের প্রায় ৪ থেকে ৫ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে চরম আতঙ্কে পড়েন স্থানীয় বাসিন্দারা।

প্রবল ভাঙনের হুমকিতে রয়েছে মুন্সি বাজার এলাকার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক, বাজার এবং প্রায় ২৫০ থেকে ৩০০টি বাড়িঘর। রয়েছে বিপুল পরিমাণ তিন ফসলি জমিও।

 

স্থানীয়দের আশঙ্কা ও অভিযোগের প্রেক্ষিতে সমাজসেবক জামাল মুন্সি দ্রুত উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। এরপর ইউএনও নিজে একাধিকবার ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় জিওব্যাগ ফেলানোর উদ্যোগ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।