নিজস্ব প্রতিবেদক, শরীয়তপু
শরীয়তপুরের ডামুড্যায় অনলাইনে উগ্রবাদী কনটেন্ট দেখে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন আফতাব উদ্দিন ওরফে আবির (১৯) নামে এক তরুণ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
আবির ডামুড্যা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিশাকুড়ি এলাকার বাসিন্দা। তিনি সদ্য সমাপ্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পূর্ব ডামুড্যা সরকারি কলেজ থেকে অংশ নিয়েছিলেন। তার বাবা আব্দুল মালেক হাওলাদার ছিলেন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি কয়েক বছর আগে মারা গেছেন। বর্তমানে আবির তার মা নুরজাহান বেগমের সঙ্গে বসবাস করতেন।
ডামুড্যা থানা সূত্রে জানা গেছে, আফতাব উদ্দিন আবিরের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার গোপন তথ্য পেয়ে তাকে শনিবার বিকেলে বাড়ির সামনে থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেই জানায়, তার বাড়িতে বোমা তৈরির উপকরণ রয়েছে। এরপর রাতেই ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল ডামুড্যায় এসে তার বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু বোমা তৈরির উপকরণ উদ্ধার করে।
এই ঘটনায় রোববার ডামুড্যা থানার উপপরিদর্শক (এসআই) রিপন বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। সোমবার (২৯ জুলাই) তাকে আদালতে তোলা হলে, আফতাব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালতের নির্দেশে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালাই। সেখানে বোমা তৈরির বেশ কিছু আলামত পাওয়া গেছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়।”
শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “আফতাব উদ্দিন অনলাইনে বিভিন্ন উগ্রবাদী ভিডিও দেখে নিজেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছেন। সে আত্ম-প্রণোদিতভাবে (self-motivated) নাশকতার পরিকল্পনা করছিল। তবে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply