শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

বোচাগঞ্জে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯.২৫ এএম
  • ৪৩ জন সংবাদটি পড়েছেন

খান মোঃ আঃ মজিদ 

দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে দিনাজপুর শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দাকার আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে এবং উপজেলা ইউডিএফ কর্মকর্তা এসএম জসীম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার (অঃদাঃ) মোঃ মিরাজুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর গবেষনা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ। এছাড়াও সভায় দিনাজপুর জেলা জামায়াতের আমীর মোঃ আনিসুর রহমান, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, শিক্ষক মাসুদুর রহমান মাসুদ, অভিভাবক অতুল চন্দ্র, শিক্ষাথী শুভ চন্দ্র ও মোলিরায় বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ ২৮জন শিক্ষার্থীর মধ্যে এসএসসির ১৩জন শিক্ষার্থীকে ১০ হাজার এবং এইচএসসির ১৫জন শিক্ষার্থীকে ব্যাংকের মাধ্যমে ২৫ হাজার টাকা প্রদান করার পাশাপাশি তাদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এসময় সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব, সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার উম্মে কুলসুম এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুরস্কার প্রাপ্ত হয়েছেন সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থি ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION