নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসনের গোপালপুর ও মৈনট ঘাট দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী স্পিডবোটে পদ্মা নদী পারাপার করেন। শ্রাবণের উত্তাল পদ্মায় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন স্পিডবোট যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করেছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন জানান, “প্রত্যেক যাত্রীকে লাইফ জ্যাকেট পরেই নদী পারাপার করতে হবে। যারা এতে অনিহা প্রকাশ করছেন, তাদের স্পিডবোটে না তুলে লঞ্চে পাঠানো হচ্ছে।”
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, ঘাটে যেসব স্পিডবোটে লাইফ জ্যাকেট নেই, সেগুলোর চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি যাত্রীর ছবি সংরক্ষণ করে তবেই পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে।
ঢাকা ফেরত যাত্রী রতন মোল্যা বলেন, “লাইফ জ্যাকেট পড়তে অস্বস্তি হলেও দুর্ঘটনার সময় এটি জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ।” অপর যাত্রী হাসান ফকির বলেন, “উত্তাল পদ্মায় এমন নির্দেশনার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, গোপালপুর-মৈনট নৌরুট দিয়ে প্রতিদিন আশপাশের তিন উপজেলা ও জেলা শহরের শত শত মানুষ ঢাকাগামী স্পিডবোটে চলাচল করেন। বড় স্পিডবোটে ১৮ জন ও ছোট স্পিডবোটে ১০ জন করে যাত্রী পরিবহন করা হয়।
Leave a Reply