নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
ফরিদপুরের নগরকান্দায় মহাসড়ক অবরোধ করে ‘ভুয়া র্যাব’ পরিচয়দানকারীদের আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের ব্যবহৃত গাড়িগুলোতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। র্যাব-১০ এর মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে জানান, তারা ভুয়া র্যাবের একটি দলকে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে ধাওয়া করে নিয়ে যাচ্ছিলেন।
ওই দলটি পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোল পেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের আটক করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, “একটা কাজের কাজ হয়েছে। ভুয়া র্যাব চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান সফল হয়েছে।” র্যাব কর্মকর্তা আরও জানান, ফরিদপুরের ভাঙ্গা এলাকাতেও অভিযানে র্যাবের একটি টিম কাজ করছে। ঘটনার বিষয়ে র্যাবের পক্ষ থেকে শিগগিরই বিস্তারিত তথ্যসহ একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply