নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর সদরের পদ্মা নদীর চরাঞ্চলের রোগীদের কমিউনিটি ক্লিনিকে পৌঁছাতে ইজিবাইক সেবা চালু করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান উপজেলা চত্বরে ‘পদ্মা-১’ ও ‘পদ্মা-২’ নামে দুটি ইজিবাইকের উদ্বোধন করেন।
এই যানবাহন দুটি ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের চর এলাকায় সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রোগী পরিবহনে নিযুক্ত থাকবে—সম্পূর্ণ বিনামূল্যে। উদ্বোধনী অনুষ্ঠানে দুটি ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন জানান, ইউনিয়ন পরিষদের উন্নয়ন ফান্ডের অর্থে প্রতিটি ইজিবাইক কেনা হয়েছে, যার দাম ২ লাখ ৪৫ হাজার টাকা। রোগী পরিবহনের সময় ছাড়া চালক ভাড়ায় যাত্রী নিতে পারবেন। ব্যাটারি বা মেরামতের ব্যয় ইউনিয়ন পরিষদ বহন করবে।
ইউএনও ইশরাত জাহান জানান, চরাঞ্চলে আগে ঘোড়ার গাড়িই ছিল রোগী পরিবহনের একমাত্র উপায়। এখন থেকে কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনা কেন্দ্র ও জেলা হাসপাতালে রোগী পৌঁছাতে মিলবে ইজিবাইক অ্যাম্বুলেন্স সেবা।
তিনি আরও বলেন, ইউনিয়নের যে ব্যক্তিকে এ কাজের জন্য নিয়োজিত করা হয়েছে তিনি শুক্র ও শনিবার এবং প্রতিদিন সকাল ১০টার আগে ও বিকেল ৩টার পরে সাধারণ ভাড়া টানতে পারবেন। তবে গড়িগুলি সার্ভিসিং কিংবা ব্যাটারি বদলের প্রয়োজন করতে হলে ইউনিয়ন পরিষদ সে দায়িত্ব পালন করবে।
ইউএনও ইশরাত জাহান বলেন, ফরিদপুর চরাঞ্চলের রোগী পরিবহনের জন্য ঘোড়ার গাড়ি একমাত্র বাহন। এ বাহনটি রোগীদের জন্য উপযোগী নয়। এজন্য চরের দরিদ্র অসহায় রোগীদেরিইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে আনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ইউনিয়নের যেকোনো এলাকা থেকে রোগী পরিবহনে কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এবং জেলা সদর হাসপাতালে যেতে মিলবে এই ইজিবাইক অ্যাম্বুলেন্স সেবা।
Leave a Reply