নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে ১১ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে সাইফুল রহমান ওরফে উজ্জল (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে ওই ব্যক্তিকে আরও তিন বছর সশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
আদালত ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে আসামি সাইফুলকে এ দন্ড প্রদান করেন।
রায় প্রদানের সময় এ মামলার একমাত্র আসামি ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর মহল্লা এলাকার তকি মোল্লা সড়কের বাসিন্দা সাইফুল রহমান আদালতে উপস্থিত ছিলেন। রায় প্রদানের পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ অক্টোবর বিকেল ৩টার দিকে আসামি ওই শিশুকে ধর্ষণ করে। এ বিষয়ে ওই শিশুর বাবা বাদী হয়ে গত ২০২৩ সালের ২২ অক্টোবর ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাইফুলকে একমাত্র আসামি করে একটি মামলাদায়ের করেন।
এ মামলাটি তদন্ত করে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম। তিনি ২০২৪ সালের ২৮ জানুয়ারি সাইফুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের সরকারি কৌশলী (পিপি) গোলাম রব্বানী ভুইয়া বলেন, নির্যাতনের শিকার শিশুর পরিবারটি ন্যায় বিচার পেয়েছে। এ রায়ে রাস্ট্রপক্ষ সন্তুষ্ট। তিনি বলেন, এ রায়ের ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধ করলে তার সাজা পেতে হবে এ রায়ে এ সত্য প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে সমাজে ধর্ষণের প্রবণতা হ্রাস পাবে।
Leave a Reply