রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

এবার ধরা পড়লেন মেসি কোল্ডপ্লের কনসার্টে ‘কিস ক্যামে’

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৩.৪৪ পিএম
  • ৩৩ জন সংবাদটি পড়েছেন
সংগৃহীত ছবি
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রোববার রাতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে ছিল ভক্তদের ভিন্ন রকম এক উচ্ছ্বাস। তবে তা কোনো ফুটবল ম্যাচ ঘিরে নয়—বরং গিয়েছিলেন কোল্ডপ্লের কনসার্টে।ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে’র যুক্তরাষ্ট্র সফরের শেষ কনসার্ট ছিল এটি। কোল্ডপ্লের গানে যখন মাতোয়ারা স্টেডিয়ামজুড়ে ভক্তরা, সেই ভিড়েই কনসার্টের একপর্যায়ে স্টেডিয়ামের ‘কিস ক্যামে’ ধরা পড়ে মেসি-রোকুজ্জো জুটি।
মুহূর্তেই স্টেডিয়ামজুড়ে উচ্ছ্বাস—হর্ষধ্বনি, করতালির রোল। স্ক্রিনে হাসিমুখে হাত নাড়েন মেসি-রোকুজ্জো। আর তখনই মঞ্চ থেকে গায়ক ক্রিস মার্টিন বলে ওঠেন, ‘আজ আমাদের শো দেখতে আসার জন্য ধন্যবাদ, সর্বকালের সেরা ক্রীড়াবিদ।’এই কথার প্রতিধ্বনি যেন হয়ে স্টেডিয়াম কেঁপে ওঠে, হাজারো কণ্ঠে ধ্বনিত হয়, ‘মেসি! মেসি!’রোকুজ্জো পরে ইনস্টাগ্রামে কনসার্টের কয়েকটি মুহূর্ত শেয়ার করলে ভক্তদের ভালোবাসায় সয়লাব হয়ে যায় কমেন্ট বক্স।

এক ভক্ত মজার ছলে লেখেন, ‘তাদের কয়েক সেকেন্ডের জন্য লুকিয়ে পড়া উচিত ছিল, তাহলে খুব মজা হতো।’এই মন্তব্যের পেছনে ছিল সাম্প্রতিক এক ঘটনা। ১৬ জুলাই বোস্টনে কোল্ডপ্লের আরেক কনসার্টে কিস ক্যামে ধরা পড়েই অপ্রস্তুতভাবে সরে যান এক সফটওয়্যার প্রতিষ্ঠানের সিইও ও এইচআর প্রধান—পরে জানা যায়, সিইও বিবাহিত, স্ত্রী ছিলেন অন্য শহরে।তবে মেসি-রোকুজ্জোর গল্প একেবারেই ভিন্ন। ছোটবেলা থেকে প্রেম, ২০১৭ সালের বিয়ে আর এখন তিন সন্তান নিয়ে গড়া সুখের সংসার। কোল্ডপ্লের গিটারের সুর যখন স্টেডিয়ামে বেজে চলেছে, তখন জায়ান্ট স্ক্রিনে ধরা পড়েছে এক হৃদয়গ্রাহী মুহূর্ত—বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ ও তার প্রাণের মানুষের ভালোবাসার অনন্য প্রকাশ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION