নিজস্ব প্রতিবেদক, মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা-লক্ষণদিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
রবিবার (২৭ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রতিজন শিক্ষার্থীকে দুটি করে আম, লিচু, পেয়ারা ইত্যাদি ফলজ চারা প্রদান করা হয়। এছাড়া ১৬টি পরিবারের মাঝেও চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূষণা-লক্ষণদিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফরিদপুর জেলা প্রতিনিধি মুফতি আব্দুর রহিম ফিরোজ।
এ সময় ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, “পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা ও সবুজ ভবিষ্যৎ গড়তে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা চলমান থাকবে ইনশাআল্লাহ।”
                             
                                                     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                              
                                                
                        
                        