ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে ৩৯ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

Doinik Kumar
জুলাই ২৯, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, মধুখালী
ফরিদপুরের মধুখালীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ৩৯ জন কৃতি শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে “পারফরম্যান্স বেইজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (চইএঝও)” প্রকল্পের আওতায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকির মো. নুরুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. আউয়াল আকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (এইচআরএম শাখা) মো. শওকত হোসেন মোল্লা, মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হক এবং বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজব আলী মোল্লা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিভাগভিত্তিক সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৯ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও একটি করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক পিসি রানী দাস ও খান মেহেদী হাসান। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও মেধার বিকাশে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।