সমীর কান্তি বিশ্বাস, বালিয়াকান্দি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের শালমারা বিলে সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিলটিতে মাছ অবমুক্ত করেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. সজিবুর রহমান, মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্পের আওতায় শালমারা, বাহিরচর, গঙ্গাসাগর ও জঙ্গল অলংকারপুর—এই চারটি এলাকার কৃষকরা ফসলের পাশাপাশি মৎস্য চাষে আগ্রহী হয়ে উঠেছেন। উদ্বোধনী দিনে বিলটিতে দুই মনের অধিক বিভিন্ন প্রজাতির রেণু মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজভিত্তিক মাছ চাষ প্রকল্পের সভাপতি মো. ফরিদুর রহমান, সাধারণ সম্পাদক আলম মোল্লা, সদস্য এনামুল করিম নান্নু, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবু জাফরসহ এলাকার সর্বস্তরের জনগণ।
সমিতির নেতৃবৃন্দ বলেন, ‘মাছে ভাতে বাঙালি’-এই ঐতিহ্য রক্ষা এবং আমিষের ঘাটতি পূরণের লক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে মৎস্য চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের প্রকল্প স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে।
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. সজিবুর রহমান বলেন, “দেশে মাছের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ উপজেলার জলাশয়গুলোতে অবৈধ কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এরই অংশ হিসেবে বিভিন্ন হাট-বাজার থেকে জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। শালমারা বিলেও কেউ অবৈধ জাল ব্যবহার করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সমাজভিত্তিক এ প্রকল্পটি স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply