ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

Doinik Kumar
জুলাই ২৯, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আল আমীন খোকন, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অভিযানে মোট ১৫০ পুরিয়া হেরোইন (ওজন প্রায় ১৫ গ্রাম) এবং ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার পুড়াভিটা এলাকায় এসআই (নি.) মো. সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. আশিক মাতব্বর (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। তিনি মাদারীপুর জেলার বাসিন্দা হলেও দৌলতদিয়া যৌনপল্লিতে বসবাস করছিলেন। তার কাছ থেকে হেরোইনের ১৫০ পুরিয়া এবং একটি জিআর পরোয়ানা উদ্ধার করা হয়।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে ভাগলপুর এলাকায় অভিযান চালিয়ে এসআই (নি.) মো. সেলিম মোল্লার নেতৃত্বে অপর অভিযানে নয়ন সেখ (২৭) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫২ পিস ইয়াবা ট্যাবলেট।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, “মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রম। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক কারবারিদের কোনো ছাড় নেই।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।