শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

পদ্মার ভাঙনে আতঙ্ক, জিও ব্যাগও ভেসে যাচ্ছে

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১০.১৪ এএম
  • ২১ জন সংবাদটি পড়েছেন
শিমুল পারভেজ টিটুল
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ও গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে পদ্মা নদীর পানির বৃদ্ধির ফলে তীব্র স্রোত ও ঢেউয়ে ভাঙন দেখা দিয়েছে।
গত এক সপ্তাহে মিজানপুরের মহাদেবপুর মধ্য ও পূর্বপাড়ায় প্রায় ৫০০ মিটার এবং দেবগ্রামের মুন্সিপাড়া এলাকায় ২০-৩০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এখন ওই এলাকার স্কুল, মসজিদ, বাজার,  বসতবাড়ি,  গ্রামীণ সড়ক ও কবরস্থানসহ শত শত বিঘা ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। মিজানপুরে জরুরি আপদকালীন বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হলেও গোয়ালন্দের মুন্সিপাড়ায় এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ হয়নি। কয়েক বছর আগে ডাম্পিং করা জিও ব্যাগও নদীর স্রোতে ধসে যাওয়ায় ভাঙন আরও তীব্র হয়েছে। ভাঙনের ফলে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রধান ভবনসহ অন্যান্য স্থাপনা ঝুঁকিতে আছে।
স্থানীয়রা ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রাজবাড়ী উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এ শামীম জানান, ভাঙন কবলিত এলাকায় জরুরি কাজ চলমান রয়েছে এবং শীঘ্রই গোয়ালন্দের মুন্সিপাড়াতেও ভাঙন রোধের কাজ শুরু হবে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে বন্যা ও ভাঙনে তাদের জীবন যাত্রা ও জমি-জমা সংকটাপন্ন হবে। তারা সরকারের তৎপরতা ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION