নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী
ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ এক মা ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোরে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ইয়াসমিন বেগম (৫০) ও তার ছেলে সাকিব মোল্যা (১৮)। অভিযানের সময় ইয়াসমিনের স্বামী বিল্লাল মোল্যা পালিয়ে যান। পুলিশ জানায়, বিল্লাল ও তার পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তল্লাশিতে ৫০ পিস ইয়াবা, ১৩০ গ্রাম গাঁজা, দুটি পালসার মোটরসাইকেল, তিনটি দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
Leave a Reply