নিজস্ব প্রতিবেদক, মধুখালী
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে খামার দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেলে চিনিকলের প্রশিক্ষণ ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ও সরকারের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খান।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের প্রধান (সিইপি) কৃষিবিদ মো. গিয়াসউদ্দিন ও প্রধান (টিএস) ড. জেবুন নাহার ফেরদৌস। স্বাগত বক্তব্য দেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি হাজী মো. শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ঝটু, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আখচাষী গোলাম কিবরিয়া, আখচাষী কামরুজ্জামান দাউদ মোল্যা, এমদাদ হোসেন ও আব্বাস মোল্যা।
এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, উপ-মহাব্যবস্থাপক (ল্যাব) মুহাম্মদ মোফাখখারুল ইকবাল, ব্যবস্থাপক (সম্প্রসারণ) প্রবীর মল্লিক ও ব্যবস্থাপক (সিপি) মো. ইমরুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মো. ইমরুল হাসান।
পরে অতিথিবৃন্দ চিনিকলের খামার এলাকা পরিদর্শন করেন এবং ফরিদপুর সুগার মিলস্ হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
Leave a Reply