আবিদুর রহমান নিপু
ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে সাবেক সহ-সভাপতি ও ছাত্রনেতা ওমর ফারুকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা ওমর ফারুকের রাজনৈতিক জীবন, অবদান ও মানবিক গুণাবলির বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুম ওমর ফারুকের পিতা সালাম সিকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল ও দেলোয়ার হোসেন দিলু, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম লিটন, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও প্রচার সম্পাদক মোহাম্মদ সরন। অনুষ্ঠান পরিচালনা করেন যুবদলের যুগ্ম সম্পাদক নাসির হোসেন।
বক্তারা বলেন, ওমর ফারুক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এক পরীক্ষিত সৈনিক। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী ছিলেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। ফরিদপুর যুবদলকে সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আলোচনার পর মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মো. আকরামুজ্জামান।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply