এবার অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়ার টু’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ্যে এনেও শোরগোল ফেলে দিল যশরাজ ফিল্মস।
হৃতিক বলেন, ‘আমি শপথ করছি যে, আমি আমার নাম, আমার পরিচয়, আমার বাড়ি এবং পরিবার ত্যাগ করব এবং একটি অজ্ঞাত, নামহীন, অজানা ছায়া হয়ে থাকব।’
এরপরে, দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়রকেও একই রকমভাবে শপথ নিতে দেখা যায়।
তিনি বলেন, ‘আমি শপথ করছি, আমি এমন সব কিছু করব যা অন্য কেউ করতে পারবে না। আমি এমন যুদ্ধ করব যা অন্য কেউ করতে পারবে না।’
‘ওয়ার টু’ সিনেমায় হৃত্বিক এবং দক্ষিণের অভিনেতা জুনিয়র এনটিআর কতটা অ্যাকশন করতে পারেন তা জানার জন্য দর্শকরা অনেক সময় কৌতুহল প্রকাশ করেছেন। এই ঝলকে সেই কৌতুহল কিছুটা মিটিয়েছে যশরাজ ফিল্মস।
হিন্দি, তামিল, তেলেগু ভাষায় আদিত্য চোপড়া প্রযোজিত ‘ওয়ার টু’ মুক্তি পাবে আগামী ১৪ আগস্টে।
উল্লেখ্য, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’। আগামীতে ‘ওয়ার টু’ ছাড়াও দেখা যাবে ‘টাইগার থ্রি’ ও ‘টাইগার ভার্সাস পাঠান’-এর মতো সিনেমা।
Leave a Reply