ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডি পলের অপেক্ষা কেবল মাঠে নামার

Doinik Kumar
জুলাই ২৮, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

গতকাল সকালে লিসিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি। ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে মাঠে ছাড়ে মায়ামি। ম্যাচের আগে চেজ স্টেডিয়ামে ঝলমলে সাদা শার্ট এবং ট্রেন্ডি সানগ্লাস পরে দুই সন্তান ফ্রান্সেসকা এবং বাউটিস্তাকে সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করেন রদ্রিগো ডি পল। সমর্থকরাও করতালি দিয়ে বরণ করে নেন নিজেদের নতুন তারকাকে। ২০২৫ সাল পর্যন্ত মায়ামির গোলাপি জার্সি পড়ে মাঠ মাতাবেন বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার। খেলবেন সাত নম্বর জার্সি পড়ে।

স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে চার বছরের সম্পর্কের ইতি টেনে আসা ডি পল মায়ামির সঙ্গে নিয়ে সর্বোচ্চ উজাড় করে দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘আমি আপনাদের স্বাগত জানানোর জন্য ধন্যবাদ জানাতে চাই। ইন্টার মায়ামিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমার পক্ষে যা যা করা সম্ভব, সবই করব। যাতে আমরা একসঙ্গে অনেক শিরোপা জিততে পারি।’

ডি পলের মায়ামিতে যোগদানে মুহূর্ত ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন মায়ামি কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। স্বদেশি এই তারকাকে নিয়ে মায়ামি বস বলেন, ‘সে একজন বিশ্বচ্যাম্পিয়ন, সে তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে। আমি তার যোগদানে খুব খুশি এবং আমি আশা করি সে, আমাদের সাহায্য করবে, যেমনটা আমরা চাই। আমরা এই মঞ্চে তার জন্য শুভকামনা জানাই।’

ক্যারিয়ারের শুরুতে ‘এল মোটরসিটো’ (দ্য লিটল ইঞ্জিন) ডাকনামে পরিচিত থাকলেও সাম্প্রতিক সময়ে ‘মেসির দেহরক্ষী’ হিসেবে ডাকা হয় তাকে। মাঠে ছায়ার মতো লিওনেল মেসির পাশে থাকেন তিনি। এই দুই আর্জেন্টাইনের জুটি মায়ামির পথচলাকে আরও মসৃণ করে তুলবে বলে আসা করছেন মায়ামি সমর্থকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।