খেলাধুলা:-
ভুটানের ঘরোয়া ফুটবল লিগ ‘ন্যাশনাল উইমেন্স লিগে’ খেলতে বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিসহ যাচ্ছেন আরো তিনজন। অন্য দুইজন হলেন মিডফিল্ডার স্বপ্না রানী ও ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা।
এ তিনজনই খেলবেন রয়েল থিম্পু কলেজ এফসিতে। এর আগে এই ক্লাবে খেলতে গেছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। আফঈদারা যোগ দিলে এই ক্লাবে বাংলাদেশের ফুটবলার হবেন পাঁচজন।
ভুটানের ঘরোয়া লিগে প্রথমে যোগ দিয়েছিলেন ১০জন। পরে আরো দুইজন। আফঈদারা যোগ দিলে ভুটানের নারী লিগে বাংলাদেশের খেলোয়াড় হবেন ১৫ জন। এর মধ্যে থিম্পু সিটির সানজিদা আক্তার বর্তমানে দেশে আছেন কোচিং কোর্স করার জন্য।
আফঈদা খন্দকার প্রান্তি, স্বপ্না রানী ও শাহেদা আক্তার রিপা ভুটান লিগে যোগ দেওয়ার সম্ভাব্য তারিখ ১৫ আগস্ট। লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব খেলে বাংলাদেশ দলের দেশে ফেরার কথা ১১ আগস্ট। তারপর আফঈদারা ভুটান যাওয়ার ব্যাগ গোছাবেন। এই তিনজনও প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে খেলবেন।
বাংলাদেশের গ্রুপের খেলা ৬ আগস্ট শুরু। প্রথমদিনই বাংলাদেশ মাঠে নামবে স্বাগতিক লাওসের বিপক্ষে। খেলা শুরুর চারদিন আগে বাংলাদেশ দলকে লাওস পাঠানো হবে সেখানকার কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোর জন্য।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৮ আগস্ট পূর্ব তিমুরের বিপক্ষে এবং ১০ আগস্ট শেষ ম্যাচ সবচেয়ে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। প্রথম দুই ম্যাচ জিততে পারলে এবং শেষ ম্যাচে কোরিয়ার বিপক্ষে ভালো লড়াই করতে পারলে মিলতে পারে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট।
Leave a Reply