নিজস্ব প্রতিবেদক:-
গোপালগঞ্জ কারাগারে চুরির অভিযোগে এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে শনিবার রাতে গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই নয়ন কুমার সাহা জানান।
এ মামলায় গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মো. আরিফ চৌধুরীকে (২৮) আসামি করা হয়েছে।
আরিফ টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।
রোববার তাকে আদালতে তোলা হয়েছে বলে মামলার এসআই নয়ন জানিয়েছেন।
এর আগে শনিবার রাতে গোপালগঞ্জ থানা পুলিশ আট জোড়া হ্যান্ডকাফ, ৬ জোড়া শোল্ডার ব্যাজ, ৮টি মনোগ্রাম ও উইন্টার জ্যাকেটসহ দশ ধরনের সরঞ্জামসহ শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে ওই কারারক্ষীকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণে বলা হয়, গত ১৬ জুলাই ভোরে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী (কারারক্ষী নম্বর ১৪ ৫৭৯) মো. আরিফ চৌধুরী কারাগারের ওইসব সরঞ্জাম চুরি করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে কারা কর্তৃপক্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়। তারপর তারা ঘটনাটি গোপালগঞ্জ সদর থানা পুলিশকে জানান।
শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানার এসআই নয়ন কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ কারারক্ষীকে চুরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কারাগারের পাশে ওই কারারক্ষীর ইসলামপাড়ার ভাড়া বাসার একটি কক্ষ থেকে পুলিশ কারাগরের চোরাই মালামাল উদ্ধার করে।
এসআই নয়ন কুমার বলেন, রাতেই এ ঘটনায় ওই কারারক্ষীকে আসামি করে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদে তিনি কারা সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন।
Leave a Reply