অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সচেতনতামূলক উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান। শপথ পাঠে অংশগ্রহণকারী সবাই একসঙ্গে সমাজ উন্নয়ন, নারীর অধিকার, শিশু সুরক্ষা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য একাত্মতার শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, ‘জুলাই পুনজাগরণ’ একটি সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, যার মাধ্যমে স্থানীয় জনগণকে সমাজ গঠনে সম্পৃক্ত করে একটি নৈতিক ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
Leave a Reply