ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ‘জুলাই পুনজাগরণে’ সমাজ গঠনে গণশপথ অনুষ্ঠিত

Doinik Kumar
জুলাই ২৭, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মুকসুদপুর প্রতিনিধি:- (গোপালগঞ্জ) 
facebook sharing button
গোপালগঞ্জের মুকসুদপুরে “জুলাই পুনজাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম আক্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সচেতনতামূলক উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান। শপথ পাঠে অংশগ্রহণকারী সবাই একসঙ্গে সমাজ উন্নয়ন, নারীর অধিকার, শিশু সুরক্ষা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য একাত্মতার শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, ‘জুলাই পুনজাগরণ’ একটি সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, যার মাধ্যমে স্থানীয় জনগণকে সমাজ গঠনে সম্পৃক্ত করে একটি নৈতিক ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।