আবিদুর রহমান নিপু, ফরিদপুর
ফরিদপুর শহরের কোতোয়ালী থানাধীন পূর্ব খাবাসপুর এলাকায় মাছ বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে এক জেলের ওপর গুলিচালনার ঘটনা ঘটেছে। ভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই জেলে।
জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই ২০২৫) সকাল ৭টার দিকে পূর্ব খাবাসপুরের জাহিদ চেয়ারম্যানের ঘাটে মাছ ধরার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন জেলে নাসির মিয়া (৫০)। তিনি মৃত মনিরুদ্দিন মিয়ার ছেলে এবং স্থানীয় মোল্লাবাড়ি সড়কের বাসিন্দা। পথে নিলয় (২৫), পিতা মৃত এমারত, ও রিংকু (৩৭), পিতা অজ্ঞাত—এই দুই ব্যক্তি নাসিরকে ডাক দেন এবং মাছ বিক্রির বিষয়ে চাপ প্রয়োগ করেন।
নাসির মিয়া জানান, তিনি তাদের কথায় রাজি না হওয়ায় কিছুক্ষণ পর নৌকা থেকে নেমে চলে যাওয়ার সময় তাদের একজন তার ওপর দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
ঘটনার পর আতঙ্কিত নাসির মিয়া কোতোয়ালী থানা ও সেনা ক্যাম্পে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আইনগত ব্যবস্থার দাবি জানান।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেনা ক্যাম্পের কমান্ডারও পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাছ বিক্রির মতো সাধারণ বিষয় নিয়ে এমন সহিংসতা স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply