পাংশা প্রতিনিধি (রাজবাড়ী)
রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর সভার সকল ওয়ার্ডে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় কলিমহর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় কলিমহর ইউনিয়নের সাজুরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ’র নিকট নতুন ফর্ম ও নবায়ন ফর্ম আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
হঠাৎ করে এ কার্যক্রম পরির্দশন করতে যান রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু’র ভ্রাতা পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এ.আর মাহমুদুল হক রোজেন।
বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কার্যক্রমের উদ্বোধন করেন পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস।
কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনোয়ারুল ইসলাম মুরাদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিপু মিয়া, পাংশা উপজেলা জিয়া পরিষদের সভাপতি এম এ জিন্নাহ, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক মো. আরিফুল ইসলাম, রাজবাড়ী জেলা ছাত্রদলের নেতা সজীব রাজাসহ কলিমহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
এ সময় কলিমহর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply