কালুখালী প্রতিনিধি (রাজবাড়ী)
শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাইমুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন চন্দ্র শীল ও এসআই মো. শাহাদত হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের ২৫০ জন উপকারভোগী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের কর্মী ও ‘জুলাই কন্যা’ হিসেবে পরিচিত ব্যক্তিরাও। জুলাইয়ে নিহত ও আহতদের স্মরণে আয়োজন করা হয় বিশেষ দোয়া।
সমাজসেবা অধিদফতরের ক্ষুদ্রঋণ প্রকল্পের সুবিধাভোগী মো. সেলিম হোসেন ও প্রদীপ কুমার অনুষ্ঠানে তাদের সাফল্যের গল্প তুলে ধরেন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply