ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে আরও একটি হত্যা মামলা, মোট মামলা ১২

Doinik Kumar
জুলাই ২৭, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

  নিজস্ব প্রতিবেদক:-

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এতে করে সদর থানায় পাঁচটি হত্যা মামলাসহ জেলাটিতে মোট মামলা দাঁড়াল ১২টিতে।

শনিবার (২৬ জুলাই) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া রমজান মুন্সীর ভাই জামাল মুন্সী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। শনিবার সদর থানায় মামলাটি রুজু করা হয়।

এ নিয়ে গোপালগঞ্জের সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানায় মোট ১২টি মামলা দায়ের হলো। এর মধ্যে পাঁচটি হত্যা মামলা, একটি বিশেষ ক্ষমতা আইনে এবং ছয়টি সন্ত্রাস দমন আইনে দায়ের করা হয়েছে।

এসব মামলায় মোট ১০ হাজার ১৮৭ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে ৩২৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শতশত নেতাকর্মী হামলা চালায়। একপর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। দিনব্যাপী চলা ওই সহিংসতায় পাঁচজন নিহত হন এবং পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।