ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেহজাদের সঙ্গে ছুটি কাটাবেন শাকিব, থাকবেন বুবলীও

Doinik Kumar
জুলাই ২৬, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে ছোট ছেলে শেহজাদ খানের সঙ্গে সময় কাটাবেন তিনি। জানা গেছে, তাদের সঙ্গে থাকবেন চিত্রনায়িকা শবনম বুবলীও।

এ বিষয়ে আরও জানা গেছে, শুধু এই জন্য চলতি মাসের শেষের দিকে পুত্র শেহজাদকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়ে যাবেন বুবলী।

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শবনম বুবলী বলেন, ‘শেহজাদের জন্মের পর আর যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি। শেহজাদের জন্ম যেহেতু যুক্তরাষ্ট্রে, তাই ওর কাগজপত্র হালনাগাদ করার কিছু ইস্যু রয়েছে। এগুলো সেরে নিতে চাই। তাই যুক্তরাষ্ট্রে যাওয়া খুবই প্রয়োজন। বেশ কিছুদিন সেখানে থেকে শেহজাদের যাবতীয় কাগজপত্র ঠিকঠাক করার কাজটি সেরে নেব।’

 

শাকিব খানও একই তথ্য জানিয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘শেহজাদের মা যুক্তরাষ্ট্রে আসার কথা জানিয়েছে। শেহজাদের কিছু প্রয়োজনীয় কাজ আছে, তার মায়েরও আছে। আমি যেহেতু এই সময়টায় এখানে আছি, আমাদের বাবা-ছেলের একসঙ্গে ঘোরাঘুরি হবে। কাজের ব্যস্ততায় তো সেভাবে সন্তানদের সময় দিতে পারি না। তাই চেষ্টা করব শেহজাদকে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার, যেমনটা এর আগে এখানে আব্রাহামকে দিয়েছিলাম।’

 

সবার কাছে প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের বাবা শাকিব খান। তা স্মরণ করে দেশ সেরা এই নায়ক বলেন, ‘সবার কাছে আমি তাদের প্রিয় তারকা, কিন্তু আব্রাহাম ও শেহজাদের কাছে তো তাদের বাবা। তাই তো অভিনয় ও অন্যান্য ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পাই, ওদের দেওয়ার চেষ্টা করি। আমার জায়গা থেকে ওদের জন্য যা যা প্রয়োজন সবই করি, করেও যাব। আব্রাহাম ও শেহজাদ আমার ভালোবাসা, শক্তি ও প্রেরণা। যেহেতু এবার শেহজাদ তার মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসছে, আমিও আমার কাজে এখানে আছি, তাই বাবা-ছেলের একান্তে সময় কাটবে।’

এর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটান শাকিব খান। সেই সময়ে বাবা-ছেলের সঙ্গে ছিলেন অপু বিশ্বাসও। ‘প্রিয়তমা’ ছবির মুক্তির পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে সেসময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাকিব খান গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমার বড় সন্তান আব্রাহামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছি। আব্রাহাম ও শেহজাদের জন্য সব সময় আমার ভালোবাসা আছে। আব্রাহামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।’

বলা দরকার, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে চিত্রনায়িকা শবনম বুবলী ‘ময়না’ শিরোনামের একটি গানের ভিডিও চিত্রের শুটিং শেষ করেছেন, যেটিতে বুবলীর সহশিল্পী শরাফ আহমেদ জীবন। ‘ময়না’ গানটি গেয়েছেন কোনাল ও নিলয়, গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। এই গান দিয়ে নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন বুবলী। গানটি ‘গানচিল মিউজিক’-এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান। বড় বাজেটে, ফিল্মি স্টাইলে নির্মিত হয়েছে ভিডিওটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ জুলাই গানটি প্রকাশের কথা থাকলেও মাইলস্টোন ট্র্যাজেডি এবং দেশের সার্বিক পরিস্থিতিতে গানটি প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান। ‘ময়না’ গানের পরবর্তী মুক্তির তারিখ প্রতিষ্ঠানের ফেসবুক পেজের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।