রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০.১৮ এএম
  • ৩৭ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:-

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা মুজিববাদী, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করেছি। মুজিববাদ এখনও নানা ছলে মাথাছাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে ৫ আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিবাদের রাজনীতি বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না।

সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার বেলা ২ টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ পথসভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি আরও বলেন, বাংলাদশেকে আর নতুন করে বিভাজিত হতে দেব না। বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে, সংস্কারের মাধ্যমে এই ঐক্য রক্ষা করতে হবে।
এর আগে, কেন্দ্রীয় জামে সমজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় পদযাত্র। শহর প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয় এনসিপির এই পদযাত্রা।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাই- আপনারা দেশের স্বার্থে, গণঅভ্যুত্থানের  আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারে প্রতি সহমত হোন এবং জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করুন। নাগরিক পার্টি সংস্কারের পক্ষে রয়েছে। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরে এসেছে। আমরা তাদের ধন্যবাদ জানাই। উচ্চকক্ষে পিআর এর মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করতে পারি। ৩ আগস্ট আমরা ঢাকায় যাচ্ছি। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব।

তিনি আরও বলেন, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না। মুজিববাদ মানে ফ্যাসিবাদ। মুজিববাদ মানে গত ৫০ বছরের বিভাজনের রাজনীতি। মুজিববাদ মানে গুম, খুন, ধর্ষণ এবং মানবাধিকার হরণের  রাজনীতি। মুজিবাবাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল কায়েমের রাজনীতি। মুজিবাবাদ মানে দেশের টাকা পাচার করা, মাফিয়ান্ত্র লুটেরা অর্থনীতি হচ্ছে মুবিজবাদের রাজনীতি।

তিনি বলেন, ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার রাজনীতি। সংখ্যালঘু সম্প্রদায়ের জমি-সম্পদ দখলের রাজনীতি। মুবিজবাদ মানে হচ্ছে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সাথে আপস করে দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। আমরা এই মুবিববাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। মুজিববাদের রাজনীতিকে আর মাথা তুলতে দেব না।

সুনামগঞ্জে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরীর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, শামান্তা শারমিন প্রমুখ। এসময় উল্টরাঞ্চলীয় মুখ্য সংগঠন সারজিস আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION