নিজস্ব প্রতিবেদক:-
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়া ৫ লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাব।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে সিআইডির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে ১টি লাশ ওকিয়া ফেরদৌস নিধির। যার দাবিদার মো. ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতি। আরেকটি লাশ লামিয়া আক্তার সোনিয়ার, যার দাবিদার মো. বাবুল ও মাজেদা দম্পতি। আরেকটি লাশ আফসানা আক্তার প্রিয়ার, যার দাবিদার মো. আব্বাস উদ্দিন ও মোসা. মিনু আক্তার দম্পতি। রাইসা মনির দাবিদার মো. শাহাবুল শেখ ও মিসেস মিম দম্পতি। মারিয়াম উম্মে আফিয়ার দাবিদার আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার দম্পতি।
এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, আহত ও নিখোঁজদের তথ্য প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়, এ দুর্ঘটনায় গুরুতর আহত হন ৫১ জন। এদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী, সাতজন শিক্ষক, একজন অভিভাবক, একজন আয়া ও একজন পিয়ন রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে পাঁচজন, যাদের মধ্যে তিনজন শিক্ষার্থী ও দুইজন অভিভাবক।
Leave a Reply