নিজস্ব প্রতিবেদক:-
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মাইক্রোবাস ও কভার্ড ভ্যানে বাসের ধাক্কার পর এক ব্যক্তি ও তার ছেলের বউ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুতুবপুরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান।
নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলারর রমকান্তপুরের ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৮)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, মাসুদ বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে কুতুবপুরে একটি কভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। একই সময় মাইক্রোবাস ও কভার্ড ভ্যানটিকে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসও পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী ফিরোজা ও তার শ্বশুরের মৃত্যু হয়। এছাড়া মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের আরও পাঁচ যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ।
Leave a Reply