দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার আগের কয়েকদিনের তুলনায় সূচক এবং লেনদেন অনেক বেশি হারে বেড়েছে। প্রধান সূচক ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের অবস্থান গত আট মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।
এর আগে গত ৫ নভেম্বর ডিএসইএক্স গতকালের চেয়ে বেশি ছিল। ওই দিন সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৩৬৫ পয়েন্টে। গতকাল নিয়ে ডিএসইর প্রধান সূচক টানা সাত কার্যদিবস বাড়ল।
এদিকে ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২১১ কোটি টাকা বেড়ে গতকাল ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের দিন মঙ্গলবার যা ছিল ৭৭৫ কোটি ৬০ লাখ টাকা। গতকালের লেনদেনের পরিমাণ গত ১০ মাসের মধ্যে বেশি।
প্রধান সূচকের বাইরে ডিএসইর শরিয়াহ সূচক গতকাল ১৬ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৮ পয়েন্টে। আর ‘ডিএস৩০’ সূচক ৫৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৬ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত ছিল ৭৯টির। সূচক বৃদ্ধিতে বেশি ভূমিকা রাখা কোম্পানির মধ্যে গ্রামীণফোন, বিএটি বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার ও রবি উল্লেখযোগ্য।
ডিএসইএক্স গত ৯ জুলাই ৫ হাজার পয়েন্ট ছাড়ায়। গত ১৪ জুলাই থেকে সূচকটি টানা বেড়েছে। সাম্প্রতিক সময়ে লেনদেনও তুলনামূলক বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে লেনদেন ৫০০ কোটি টাকার আশপাশে ছিল। বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়া, সঞ্চয়পত্রের সুদহার কমা, বাজেটে কিছু ইতিবাচক পদক্ষেপ শেয়ারবাজারে সূচক ও লেনদেন বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, বাজার গত কয়েক মাস ধারাবাহিকভাবে খারাপ অবস্থায় ছিল। চলতি মাসে দর বৃদ্ধির একটা ধারা শুরু হয়। এ প্রবণতা বিনিয়োগকারীদের আস্থায় ইতিবাচক প্রভাব ফেলেছে। আস্থা বৃদ্ধি সার্বিকভাবে বাজারের সূচক ও লেনদেনকে প্রভাবিত করছে।
লেনদেনের শীর্ষে যারা
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ। এ কোম্পানির ৩৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭৮ লাখ টাকার। অন্যদিকে ৩৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক।
লেনদেনের শীর্ষ-১০-এর মধ্যে পর্যায়ক্রমে ছিল ইস্টার্ন ব্যাংক, স্কয়ার ফার্মা, বিএসসি, বেক্সিমকো ফার্মা, উত্তরা ব্যাংক, গ্রামীণফোন ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।
দর বৃদ্ধিতে শীর্ষে যারা
বুধবার লেনদেনে দর বৃদ্ধির শীর্ষে ছিল কপারটেক ইন্ডাস্ট্রিজ। ডিএসইতে কোম্পানিটির সমাপনী দর ছিল ২২ টাকা ৮০ পয়সা। শেয়ারদর বেড়েছে ২ টাকা বা ৯ দশমিক ৬১ শতাংশ। দর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংক এশিয়া। এর দর ৯ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দর বেড়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। দর বৃদ্ধিতে শীর্ষ দশের তালিকায় পর্যায়ক্রমে ছিল ডরিন পাওয়ার, এনসিসি ব্যাংক, ন্যাশনাল পলিমার, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, তিতাস গ্যাস ও আইপিডিসি ফাইস্যান্স।
দর কমেছে যাদের
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর পতনের শীর্ষে ছিল সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। ফান্ডটির দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৬ দশমিক ৮৬ শতাংশ কমেছে। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের দর কমেছে আগের দিনের তুলনায় ৫ দশমিক ৮১ শতাংশ। আর ৫ দশমিক ২৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ছিল দেশ গার্মেন্টস। দর পতনের শীর্ষ ১০ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ছিল মেঘনা পেট, রহিমা ফুড, মেট্রো স্পিনিং, স্টাইলক্রাফট, আরামিট সিমেন্টস, নিউলাইন ক্লোথিং এবং ওয়াটা কেমিক্যাল।
Leave a Reply