নিজস্ব প্রতিবেদক:-ফরিদপুর
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার কানাইপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা থেকে রয়েল পরিবহনের একটি বাস ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ। পরে খবর পেয়ে পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশের ওসি মহম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি টিম এবং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় এবং আহত নিহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ।
তিনি জানান, তবে সড়ক দুর্ঘটনার পর পরই আধা ঘণ্টাব্যাপী ফরিদপুর-খুলনা মহাসড়ক বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়। এখন পর্যন্ত আহত নিহতদের পরিচয় জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
