নিজস্ব প্রতিবেদক:-ফরিদপুর
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার কানাইপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা থেকে রয়েল পরিবহনের একটি বাস ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ। পরে খবর পেয়ে পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, তবে সড়ক দুর্ঘটনার পর পরই আধা ঘণ্টাব্যাপী ফরিদপুর-খুলনা মহাসড়ক বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়। এখন পর্যন্ত আহত নিহতদের পরিচয় জানা যায়নি।
Leave a Reply