রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

এই মাসে কোনো গান প্রকাশ করবেন না ইমরান মাহমুদুল

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১১.৩৮ এএম
  • ২১ জন সংবাদটি পড়েছেন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যুর ঘটনায় শোকাহত পুরো দেশ। এমন হৃদয়বিদারক ঘটনার পর সংগীত থেকেও সাময়িক বিরতি নিলেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল।

এই দুর্ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে চলছিল নীরবতা। এরই মধ্যে বুধবার বিকেলে নিজের একটি ছবি পোস্ট করেন ইমরান। ক্যাপশনে লেখেন, ‘দ্যা শো মাস্ট গো অন।’

তবে সেখানেই এক ভক্ত কমেন্টে অনুরোধ করেন, ‘ইমরান ভাইয়া, এক সপ্তাহের আগে কোনো গান রিলিজ কইরেন না। মনটা ভালো নেই কারও। ছোট ছোট বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।’

ভক্তের সেই আবেগঘন অনুরোধের জবাবও দেন ইমরান। লেখেন, ‘এক সপ্তাহ কেন, এই মাসেই কোনো গান ছাড়া হবে না।’

এর আগে গত মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে ইমরান লিখেছিলেন, ‘ট্রমা কাজ করছে। আকাশ দিয়ে বিমানের শব্দ শুনলেই ভয় লাগছে। ঘুম আসছে না। আল্লাহ সহায় হোক।’

তবে শুধু ইমরান নন, এর আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানও চলতি সপ্তাহে তার কোনো নাটক সম্প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যান্য শিল্পীরাও যে যার অবস্থান থেকে শোক প্রকাশ করে গেছেন।

উল্লেখ্য, গত সোমবার ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক একটি দিন পার করল সারা বাংলাদেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছরে পড়ে একটি একটি প্রশিক্ষণ জেট। এতে এখন পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক; যার অধিকাংশই শিশু শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION