ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুর থেকে আরও ৩ চিকিৎসক ঢাকায়

Doinik Kumar
জুলাই ২৪, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে আরও তিনজন চিকিৎসক ঢাকায় এসেছেন।

বুধবার (২৪ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। রাত ১০টা ৪০ মিনিটে তারা ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সিঙ্গাপুরভিত্তিক চিকিৎসা প্রতিষ্ঠান ‘সিং হেলথ’-এর সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, মিসেস পুন লাই কুয়ান এবং ম লিম ইউ হান জোভান এই মেডিকেল টিমের সদস্য। তারা ঢাকায় অবস্থানকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসায় বিশেষজ্ঞ পরামর্শ দেবেন।

এর আগেই, মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চং সি জ্যাক ঢাকায় এসে পৌঁছান। বুধবার তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন এবং আহতদের চিকিৎসা নিয়ে মতবিনিময় করেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানিয়েছেন, সিঙ্গাপুরের এই বিশেষজ্ঞ মেডিকেল টিম আহতদের কয়েকদিন পর্যবেক্ষণে রাখবেন। তারা প্রতিটি রোগীর অবস্থা পৃথকভাবে পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। রোগীদের অবস্থা প্রতি ঘণ্টায় পরিবর্তন হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রতি ১২ ঘণ্টা পরপর চিকিৎসা পরিস্থিতি মূল্যায়ন করে চিকিৎসা পরিকল্পনা হালনাগাদ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।