রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশের কাছে হেরে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১১.২৩ এএম
  • ১৮ জন সংবাদটি পড়েছেন

বাংলাদেশের বিপক্ষে মিরপুরে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচেই হেরে গেছে পাকিস্তান। আর এই ব্যর্থতার প্রভাব পড়েছে আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিস। ২০ ধাপ নিচে নেমে তিনি এখন ৫০তম স্থানে, তার রেটিং পয়েন্ট ৫১৪। তরুণ ওপেনার সাইম আয়ুব ৩ ধাপ পিছিয়ে ৬৪ নম্বরে আছেন। হাসান নওয়াজ ২২ ধাপ পিছিয়ে এখন আছেন ৬৮ নম্বরে।

দলে না থেকেও পিছিয়ে গেছেন অভিজ্ঞ দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তারা এক ধাপ করে নিচে নেমে এসেছেন যথাক্রমে ১৩ ও ১৪ নম্বরে।

তবে কিছুটা আশার আলো দেখিয়েছেন ফখর জামান। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি ৮ ধাপ এগিয়ে এখন ৭৯ নম্বরে, রেটিং পয়েন্ট ৪২৬।

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা দ্বিতীয় ম্যাচে ২৩ বলে মাত্র ৯ রান করেন। ফলে তিনিও ১৮ ধাপ পিছিয়ে এখন ৯৩তম স্থানে, তার রেটিং পয়েন্ট ৩৯৬।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন ভারতের অভিষেক শর্মা ও তিলক ভার্মা।

বোলিংয়েও পিছিয়ে পড়েছে পাকিস্তান। আব্বাস আফ্রিদি দুই ধাপ নেমে এখন ২২তম, রেটিং পয়েন্ট ৬০৮। হারিস রউফ চার ধাপ পড়ে এখন ২৪ নম্বরে, রেটিং পয়েন্ট ৫৯৩। দলে না থেকেও দুই ধাপ পিছিয়েছেন শাহিন আফ্রিদি, তিনি এখন ৩৬তম স্থানে, পয়েন্ট ৫৪১।

এই তালিকায় পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে এগিয়েছেন লেগ স্পিনার আবরার আহমেদ। তিনি ১২ ধাপ এগিয়ে এখন আছেন ৪৯ নম্বরে, তার পয়েন্ট ৪৯৯। তবে সহ-অধিনায়ক শাদাব খান চার ধাপ নেমে এখন ৬৫ নম্বরে।

টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ ও ভারতের বরুণ চক্রবর্তী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION