নিজস্ব প্রতিবেদক:-
সাবেক নৌপরিবহণমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের সাবেক এপিএস নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার বিকালে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেন এ আদেশ দেন। এর আগে সকালে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকা থেকে আটক করা হয় নজরুল ইসলামকে। তার বাড়ি সদর উপজেলার খোঁয়াজপুরে।
জানা যায়, সদরের খোঁয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন নজরুল ইসলাম। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি সাবেক নৌপরিবহণমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনা সরকার পতনের পর অনেকটাই আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের সাবেক এই এপিএস। পরে বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, সদর উপজেলার থানতলী এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় আটকের পর নজরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে পাঠানো হয় আদালতে।
Leave a Reply