নিজস্ব প্রতিবেদক:-
ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ফুলসুতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে খোকন নামের এক বিএনপি নেতা আহত হন।
আহত খোকন অভিযোগ করেন, দলের ভেতরে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্রে সলিথা গ্রামের বিএনপি নেতা মোমরেজ ও তার সমর্থকরা তার ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের সময় স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘আহত নেতাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ টহল বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’
Leave a Reply