ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আল্লাহর কাছে প্রার্থনা, যেন নিহতদের জান্নাত নসীব করেন: পড়শী

Doinik Kumar
জুলাই ২৩, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

 বিনোদন ডেস্ক :-

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ছাত্রছাত্রীদের মৃত্যুতে শোক জানিয়েছেন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী।

মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী পড়শী।

তিনি লিখেছেন— মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের জান্নাত নসীব করেন। আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এ শোক সহ্য করার শক্তি দেন।

এ সংগীতশিল্পীর সেই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা একাত্মতা প্রকাশ করেছেন। এক নেটিজেন লিখেছেন—আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন।

আরেক নেটিজেন লিখেছেন— কালকে থেকে আর হোমওয়ার্ক নেই তাদের এবং আরও অনেকের। আল্লাহ তুমি তাদের পরিবারের ধৈর্য দাও।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়।

যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলশিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।

এ যুদ্ধবিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের মর্মান্তিক মৃত্যুতে সারা দেশে শোকের মাতম চলছে। সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে তারকারাও শোক প্রকাশ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।