নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে হাইওয়ে থানার সামনে থাকা জব্দকৃত একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জেলা সদরের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল কোতয়ালী থানা পুলিশ ও পুলিশের বিশেষ টিম (ডিবি) পরিদর্শন করেছেন।
করিমপুর হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ঈদুল আযহার আগে বাসটি জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এরপর বাসটি জব্দ করে হাইওয়ে থানার পশ্চিমে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে রাখা ছিল। সেখানেই বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
