নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের মধুখালীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা বারোটায় মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে, আওয়ামী লীগের ডাকা হরতালের বিরুদ্ধে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল হরতাল বিরোধী মিছিল করে ।
এ সময় তারা মধুখালী পৌর সদরের গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে নেতাকর্মীদের সাথে নিয়ে সতর্ক অবস্থান করে। মিছিলে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান তারা, শামীম আহমেদ, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব রায়হান মোল্যা, যুগ্ম আহবায়ক রাজু বিশ্বাস, সাবেক এজিএস বিপ্লব বিশ্বাস মিল্টন, তাবীব হাসান ইমন, রাকিব মোল্যা, তাতবীর হাসান ইমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিকাঈল হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, শিমুল ব্যানার্জী, শিপন মৃধা সহ প্রমুখ।
বক্তারা আওয়ামী লীগের ডাকা হরতালের তীব্র নিন্দা জ্ঞাপন করেন । এছাড়া দলটির আহ্বানকৃত যেকোনো কর্মসূচির প্রতিবাদে জাতীয়তাবাদী দল মাঠে থাকবে বলে জানানো হয়।
Leave a Reply