ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে হুমায়ূন আহমেদকে স্মরণ

Doinik Kumar
জুলাই ২০, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
নন্দিত কথাসাহিত্যিক ও টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা হুমায়ূন আহমেদকে স্মরণে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম. এ. সামাদ, ফারাহ দিবা আহমেদ, আনিসুর রহমান চৌধুরী সাবুল, ডা. সৈয়দ শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম, আলিম আল রাজী আজাদ, কাজী এজাজ হাসান, অধ্যাপক লিয়াকত হোসেন, রেজাউল করিম মৃধা, নিশান চৌধুরী, কবি ও সাংবাদিক বিজয় পোদ্দার, শরীফ খান, আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক রাজা ও ম. আহমেদ নিজাম প্রমুখ।
বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে একটি নতুন ধারার সূচনা করেছিলেন। তাঁর লেখা উপন্যাস, নাটক ও গল্প সর্বস্তরের পাঠক-দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। তিনি সাধারণ মানুষের জীবন নিয়ে লিখেছেন, জীবনের ছোট ছোট ঘটনা তাঁর লেখায় চমৎকারভাবে উঠে এসেছে।
তাঁর বই পাঠকদের বইপড়ায় আগ্রহী করেছে। বাংলা সাহিত্যে তিনি এক কিংবদন্তি, একজন অমূল্য সম্পদ। তাঁর লেখায় হাসি-কান্না, সুখ-দুঃখ, ভালোবাসা ও মানবজীবনের বাস্তবতা জীবন্ত হয়ে উঠেছে।
বক্তারা নতুন প্রজন্মকে হুমায়ূন আহমেদের লেখা পড়ার আহ্বান জানান এবং বলেন, বাংলা সাহিত্যে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।