খান মো. আ. মজিদ, দিনাজপুর
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের সময় ভিডিও ধারণ করায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ স্থানীয় জনতা দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর টহল দল, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তারা গিয়ে তাঁদের উদ্ধার করেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায়। অভিযানে সাতটি ইয়াবাসহ সাধন চন্দ্র মোহন্ত (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তিনি বইদর গ্রামের অনন্ত চন্দ্র মোহন্তের ছেলে।
অবরুদ্ধ দুই পুলিশ সদস্য হলেন ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিতোষ কুমার রায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে পুলিশের ওই দুই কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে গিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেন। পুলিশ আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা ইয়াবা গণনা করছিলেন। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে ভিডিও ধারণ করতে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় এসআই নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনতার প্রতি অশালীন ভাষায় কথা বলেন এবং একজনের ফোন ক্যামেরায় অশালীন ভঙ্গি করেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাত হোসেন ও সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পর পরিস্থিতি শান্ত হয়।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর স্থানীয় কিছু ব্যক্তি পুলিশের সঙ্গে তর্কে জড়ান। তারা অভিযোগ করেছেন, পুলিশ খারাপ আচরণ করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।’
আটককৃত সাধন চন্দ্র মোহন্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে আজ শনিবার আদালতে পাঠানো হবে।
Leave a Reply