ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

Doinik Kumar
জুলাই ২০, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

আবিদুর রহমান নিপু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রোববার (২১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন কৃষি অফিস প্রাঙ্গণ থেকে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,৫০০ শিক্ষার্থীর মাঝে প্রায় ৬,০০০ বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণকৃত প্রজাতির মধ্যে ছিল নিম, বেল, জাম ও কাঁঠাল—যা একদিকে যেমন পরিবেশবান্ধব, তেমনি পুষ্টি ও ওষুধিগুণে সমৃদ্ধ।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী রমজান আলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, এম.এম. শাফিনুর হাসান, যুগল বিশ্বাস, দিপিকা দাস প্রমুখ।
এছাড়া স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, সরোয়ার হোসেন ও শাহাদাৎ হোসেন।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ চারাগুলো বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।