নিজস্ব প্রতিবেদক,
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত তিনটি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় আলফাডাঙ্গা সদরের হাসপাতাল রোডস্থ সুলতান ম্যানশন ভবনে (ডাকবাংলোর দক্ষিণ পাশে) কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে এ সেবা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল। তিনি বলেন, “ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা), জমির নকশাসহ ভূমি সংক্রান্ত সকল সেবার জন্য নির্ধারিত ফি’র বিনিময়ে এসব সহায়তা কেন্দ্রে আবেদন করা যাবে।”
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান। উদ্বোধিত ভূমি সেবা সহায়তা কেন্দ্রটির উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান রিপন।
এছাড়া বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর বাজারে নাঈমুর রহমান পরিচালিত ‘তিশা কম্পিউটারস’ এবং বানা ইউনিয়নের শিরগ্রামের গড়ানিয়া বাজারে শাহিন মোল্লা পরিচালিত ‘শাহিন ট্রেডার্স’ নামক আরও দুটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকারের অনুমোদন লাভ করেছে।
উল্লেখ্য, সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করা হলে, নাগরিকরা ১৬১২২ নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।
Leave a Reply