নিজস্ব প্রতিবেদক
জুলাই অভ্যুত্থান উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুরে এক প্রেস ব্রিফিং আয়োজন করেছে। গতকাল বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিপি ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা।
তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার এনসিপির জুলাই অভ্যুত্থান কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে নানা আয়োজনে পালিত হবে ‘জুলাই পদযাত্রা দিবস’।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:
সকাল ৯:৩০টায়: সার্কিট হাউস থেকে জনতা ব্যাংক মোড় পর্যন্ত পদযাত্রা।
সকাল ১০:০০টায়: জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের স্মরণ।
দুপুর ১২:০০টায়: এনসিপির পার্টি অফিস উদ্বোধন এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ।
নীলিমা দোলা সাংবাদিকদের এসব কর্মসূচিতে সংবাদ কাভারেজ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, ১ নং যুগ্ম সমন্বয়কারী এস এম জাহিদ, যুগ্ম সমন্বয়কারী ডা. বাইজিদ হাসান শাহেদ, কামাল হোসেন, শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী এস এম জুনায়েদ জিতু, জেলা কমিটির সদস্য সোহান ইসলাম সুজাত, আবিদুর রহমান শফিক এবং হাবিবুর রহমান।
এছাড়াও ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply