নিজস্ব প্রতিবেদক
জুলাই শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরে গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচির মূল দাবি ছিল—জুলাই গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধ করা এবং অবিলম্বে রাষ্ট্র সংস্কার।
পথসভায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের ফরিদপুর জেলা সভাপতি ফরহাদ হোসেন।
এতে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি রুবেল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হক, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস, এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভাণ্ডারী।
বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং গোপালগঞ্জে সংগঠিত হামলার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় কোনোভাবেই জনগণের অধিকার নিশ্চিত হচ্ছে না।
এজন্য তাঁরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবিলম্বে রাষ্ট্র সংস্কারের আহ্বান জানান।
Leave a Reply