ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে টানা বৃষ্টিতে ভ্যান-রিক্সা চালকদের ত্রাণ প্যাকেজ বিতরন

Doinik Kumar
জুলাই ১৭, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গত ১৫দিনের টানা বৃষ্টিতে কর্মহীন ভ্যান-রিক্সা চালকদের মাঝে ত্রাণ প্যাকেজ বিতরন করছেন উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা চত্তর থেকে ১৫০ জন ভ্যান-রিক্সা চালকদের মাঝে এক বস্তা করে ত্রাণ প্যাকেজ বিতরন করা হয়েছে। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে এসব ত্রান প্যাকেজ বিতরনের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ শাখাওয়াত হোসেন ও উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মনজুর সামাদ উপস্থিত থেকে কর্মহীন পরিবারের মাঝে ত্রান প্যাকেজ বিতরন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ দিনের টানা বৃষ্টিতে উপজেলার ভ্যান-রিক্সা চালকরা কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছিল। তাই এসব কর্মহীন পরিবারে বীনামূল্যে ত্রান প্যাকেজ বিতরনের আয়োজন করেন উপজেলা প্রশাসন। প্রতি পরিবারের জন্য আট প্রকার ত্রাণ সামগ্রী দিয়ে সাজানো হয় এক বস্তা ত্রাণ প্যাকেজ। প্রতি বস্তা ত্রাণ প্যাকেজে রয়েছে, ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার ভৌজ্য তৈল, ১ কেজি লবন, ২০০ গ্রাম হলুদের ফাকি, ১০০ গ্রাম মরিচের ফাকি ও ১০০ গ্রাম করে ধনিয়া ফাকি। এসব ত্রাণ সামগ্রী সম্বলিত প্রতি পরিবারে একটি করে ত্রাণ প্যাকেজ বস্তা সহ মোট ১৫০ পরিবারের মাঝে ১৫০ বস্তা ত্রাণ প্যাকেজ বিতরন করা হয়েছে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।