রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

ফরিদপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০.৩১ এএম
  • ৪৪ জন সংবাদটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শান্তিপূর্ণ পদযাত্রায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দলটি। বুধবার বিকেলে শহরের জনতা ব্যাংক মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সূচনা স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি ফরিদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা। এতে বক্তব্য রাখেন জেলা কমিটির ১নং যুগ্ম সমন্বয়কারী এসএম জাহিদ হোসেন, যুগ্ম সমন্বয়কারী সাইফ খান, জিল্লুর রহমান, বাইজিদ হোসেন শাহেদ, শ্রমিক উইং ফরিদপুর জেলা শাখার সমন্বয়কারী জুনায়েদ জিতু, সদস্য এসএম আকাশ, বাচ্চু শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা কাপুরুষোচিত হামলা চালিয়েছে।”
তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সমাবেশে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION